॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর জেলা প্রশাসন, র্যাব-৮ ক্যাম্প ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে গতকাল ১৫ই অক্টোবর বিকালে ফরিদপুরের কোতয়ালী থানাধীন পদ্মা নদী থেকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৭ জন জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ফরিদপুর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান তাদের প্রত্যেকেকে ১৫ দিনের কারাদ- প্রদান করেন। দ-িত জেলেরা হলো ঃ ফরিদপুরের কোতয়ালী থানাধীন মোহাম্মদ মাতুব্বরডাঙ্গী গ্রামের সিরাজ খাঁর ছেলে জামাল খাঁ (২০), মৃত হাছেন বিশ্বাসের ছেলে সিদ্দিক বিশ্বাস (৫২), একই থানাধীন কবিরপুর গ্রামের সোহরাব জমাদ্দারের ছেলে রুবেল জমাদ্দার (৩০), মোকছেদ পালের ছেলে মনি পাল (২৫), মৃত মাছেম মৃধার ছেলে সরোয়ার হোসেন (৫২), ডিক্রিরচর গ্রামের মৃত মোহর উদ্দিনের ছেলে জয়নাল মন্ডল (৩২) ও চরভদ্রাসন থানার হাজারবাগ গ্রামের ছমির খাঁর ছেলে লালন খাঁ (১৯)। এ ছাড়াও অভিযানকালে ৬০ কেজি মা ইলিশ উদ্ধার ও ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় প্রদান এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।