মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফরিদপুরে ইলিশ রক্ষা অভিযানে ৭ জেলের ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর জেলা প্রশাসন, র‌্যাব-৮ ক্যাম্প ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে গতকাল ১৫ই অক্টোবর বিকালে ফরিদপুরের কোতয়ালী থানাধীন পদ্মা নদী থেকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৭ জন জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ফরিদপুর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান তাদের প্রত্যেকেকে ১৫ দিনের কারাদ- প্রদান করেন। দ-িত জেলেরা হলো ঃ ফরিদপুরের কোতয়ালী থানাধীন মোহাম্মদ মাতুব্বরডাঙ্গী গ্রামের সিরাজ খাঁর ছেলে জামাল খাঁ (২০), মৃত হাছেন বিশ্বাসের ছেলে সিদ্দিক বিশ্বাস (৫২), একই থানাধীন কবিরপুর গ্রামের সোহরাব জমাদ্দারের ছেলে রুবেল জমাদ্দার (৩০), মোকছেদ পালের ছেলে মনি পাল (২৫), মৃত মাছেম মৃধার ছেলে সরোয়ার হোসেন (৫২), ডিক্রিরচর গ্রামের মৃত মোহর উদ্দিনের ছেলে জয়নাল মন্ডল (৩২) ও চরভদ্রাসন থানার হাজারবাগ গ্রামের ছমির খাঁর ছেলে লালন খাঁ (১৯)। এ ছাড়াও অভিযানকালে ৬০ কেজি মা ইলিশ উদ্ধার ও ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় প্রদান এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!