॥মোক্তার হোসেন॥ পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ১০ই অক্টোবর ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসের উদ্যোগে শিশু কল্যাণ কর্মসূচির আওতায় মা ও শিশু পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার ও ইসলামিক ব্যাংকের ম্যানেজার মোঃ মতিয়ার রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার শিশু কল্যাণ কর্মসূচীর আওতায় সহায়তা নিয়ে এতিম পরিবারের সন্তানেরা শিক্ষা, চিকিৎসা ও জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়ে ভবিষ্যতে দেশ গড়ার কাজে অবদান রাখবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে শিশুরা যাতে লেখাপড়ায় মনোযোগী হয়, স্বাস্থ্য সুরক্ষায় যতœবান হয় এবং সন্তানেরা যাতে বাল্য বিয়ে ও মাদকের সাথে জড়িয়ে না পড়ে সে বিষয়ে মায়েদের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান অতিথিবৃন্দ। শেষে ইসলামিক রিলিফের স্পন্সরশীপ পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ৩২জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইসলামিক রিলিফের কর্মকর্তাবৃন্দ, সংস্থার সুবিধাভোগী ৬৩০জন মা ও শিশু এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।