রাজবাড়ী জেলায় এসএসসি-দাখিলে
অংশ নিচ্ছে ১২,৫৭৭জন পরীক্ষার্থী
॥স্টাফ রিপোর্টার॥ সারাদেশের ন্যায় আজ ২রা ফেব্র“য়ারী রাজবাড়ীতেও শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
এবারের পরীক্ষায় জেলায় এসএসসি ও দাখিলে অংশ নিচ্ছে ১২হাজার ৫৭৭জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে ১০হাজার ৭২৬জন ও দাখিলে ১৮৫১জন। এসএসসিতে কেন্দ্র ৯টি ও দাখিলে ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় ২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৩৩৫২জন পরীক্ষার্থী। এছাড়াও দাখিলে ১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৪৭৬জন পরীক্ষার্থী।
পাংশা উপজেলায় এসএসসিতে ২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৩৯৫জন পরীক্ষার্থী। এছাড়াও দাখিলে ২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫২৯জন পরীক্ষার্থী।
বালিয়াকান্দি উপজেলায় এসএসসিতে ২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২০৯২জন পরীক্ষার্থী। এছাড়াও দাখিলে ১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫৪১জন পরীক্ষার্থী।
গোয়ালন্দ উপজেলায় এসএসসিতে ১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৯৮৪জন পরীক্ষার্থী। এছাড়াও দাখিলে ১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১১৬জন পরীক্ষার্থী।
কালুখালী উপজেলায় এসএসসিতে ২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৯০৩জন পরীক্ষার্থী। এছাড়াও দাখিলে ১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৪১৬জন পরীক্ষার্থী।
এছাড়াও জেলার বিভিন্ন কেন্দ্রে একই সাথে ভকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।