॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মীর মাহফুজা খাতুন মলি ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
গতকাল ৭ই অক্টোবর দুপুর দেড়টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কার্যালয়ে তাদেরকে এই শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও নবনির্বাচিত সভাপতি মীর মাহফুজা খাতুন মলি ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের হাতে ফুলের তোড়া তুলে দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুদ্দিন।
এ সময় মীর মাহফুজা খাতুন মলি বলেন, আমাকে সভাপতি পদে নির্বাচিত করায় সদর উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষক কর্মচারীদের কল্যাণের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে এই সমিতি। আগামী তিন বছরের জন্য আমরা পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, তা হলো শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করা। কাজের মাধ্যমে আমরা দৃষ্টান্ত রাখতে চাই।
উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়। ১৯টি পদের ৮টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মীর মাহফুজা খাতুন মলি ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী গাজী আহসাব হাবীব ১৫১ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে উত্তম কুমার দাস ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্যানেলের মোঃ জাহাঙ্গীর আলম শেখ পান ২২৮ ভোট।