রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী

  • আপডেট সময় রবিবার, ৭ অক্টোবর, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর সন্ধ্যা ৬টায় ৩দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় সেমিনার এবং পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ অ্যাক্রোবেটিক ও আতশবাজী প্রদর্শনীর মাধ্যমে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।’
রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সেমিনার ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে.বি.এম সাদ্দাম হোসেন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল এবং আলোচক হিসেবে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ফকরুজ্জামান মুকুট প্রমুখ বক্তব্য রাখেন।
রাত ১০টায় মেলার সমাপনীতে মনোজ্ঞ অ্যাক্রোবেটিক ও আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুছাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ, এনজিও প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’এর ১৫ই আগস্টে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্যগণ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালীর ইতিহাসে ক্ষণজন্মা একজন মহাপুরুষ। সেই কারণে কয়েক বছর আগে বিবিসির জরীপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী নির্বাচিত হন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালী জাতির জন্য সবচেয়ে আদর্শ দর্শন। কারণ তার এই ৭ই মার্চের ভাষণের দর্শনকে উপলদ্ধি করেই বাঙালী জাতি ৩০ লক্ষ শহীদ ও ২লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতার মহান সূর্যকে ছিনিয়ে এনেছিল। প্রকৃত অর্থে বঙ্গবন্ধু এদেশের সাধারণ মানুষকে ভালোবাসতেন, যা বঙ্গবন্ধুর প্রতিটি ভাষণে ফুটে ওঠে। তিনি বাঙালী জাতির জন্য ৫৫ বছরের জীবনের ১৭টি বছরই জেলে কাটিয়েছেন। তার নেতৃত্বের কারণেই আজ আমরা স্বাধীন হয়েছি। আমাদের প্রতিটি বাঙালীদের অন্তরে বঙ্গবন্ধুর নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা গড়ার কাজ শুরু করেন ঠিক তখনই স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে তিনি নির্মমভাবে সপরিবারে শহীদ হন। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় থেকেছে। কিন্তু সেই সময় দেশের কতটুকু উন্নয়ন হয়েছে সেটি বিগত ১০ বছরে বর্তমান সরকারের উন্নয়নের সাথে তুলনা করলেই বোঝা যায়। বর্তমান প্রধানমন্ত্রীর ২০০৮ সালের ক্ষমতায় আসার আগে তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ, আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। তিনি তার সেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে চলেছেন। এই লক্ষ্যকে সামনে রেখে তিনি পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল, এলএনজি টার্মিনাল, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, পদ্মা সেতুতে রেল সংযোগ, চট্টগ্রাম-দোহারিকা রেল প্রকল্পের মতো ১০টি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছেন। যেগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। এ ছাড়াও তিনি দেশের তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য একটি বাড়ী একটি খামার, সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়িকা, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, দেশী-বিদেশী বিনিয়োগ, পরিবেশ সুরক্ষা প্রকল্প বাস্তবায়নসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে প্রেরণসহ অনেকগুলো বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। যা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। তার এই ১০বছরের উন্নয়নের সাফল্যকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আজকে এই উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রশাসনের কর্মকর্তাদের সাথে সাধারণ মানুষ দেশের উন্নয়ন কর্মকান্ড শেয়ার করাসহ আরো কিভাবে নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে ফলপ্রসু করা যায় সে ব্যাপারে মতামত জানাতে পারছে। দেশের সার্বিক উন্নয়ন আরো ত্বরান্বিত করতে আমাদের সকলকে আরো উদ্যমী হয়ে কাজ করতে হবে। যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হয়।
এ ছাড়াও তিনি তার বক্তব্যে রাজবাড়ীর উন্নয়ন মেলা অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ সকলকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুই ছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা। বর্তমানে তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা বাংলাদেশের উন্নয়নের রূপকার বর্তমান প্রধানমন্ত্রী। তিনি তার পিতার দর্শন থেকে একে একে দেশের অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রে পর্যায়ক্রমে উন্নয়ন করে যাচ্ছেন। যাতে দেশের সকল জনগণ শান্তিতে বসবাস করতে পারে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাসহ দেশ যাতে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত হয় সেই লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়াও তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনীসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সর্বোপরি উন্নয়ন মেলার সার্বিক দিক তুলে ধরেন।
তিনি মেলা সফলভাবে সম্পন্ন করার জন্য মেলায় অংশগ্রহণকারী সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
বক্তব্যের শেষে প্রধান অতিথি ও জেলা প্রশাসকসহ অন্যান্য অতিঘিগণ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মেলার মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তাদের মধ্যে জেলা কৃষি বিভাগকে ডেমোনেস্ট্রেশন ক্যাটাগরীতে, পল্লী বিদ্যুৎ সমিতিকে সার্ভিস ক্যাটাগরীতে, গণপূর্ত বিভাগকে ডেকোরেশন ক্যাটাগরীতে, পানি উন্নয়ন বোর্ডকে ডেভেলমেন্ট রিপ্রেজেন্টেশন ক্যাটাগরীতে, সদর উপজেলা ভূমি অফিসকে অন দ্যা স্পট সার্ভিস ক্যাটাগরীতে ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)কে ডিজিটাল কন্টেন্ট মেকিং ক্যাটাগরীতে সেরা স্টল হিসেবে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী অন্য ৭৪টি স্টলকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অ্যাক্রোবেটিক প্রদর্শনীর শেষ মুহূর্তে উপস্থিত হন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। এরপর শিক্ষা প্রতিমন্ত্রী, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জেলা প্রশাসক সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো আজকের এই মেলার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমরা যে কোন উন্নয়ন দৃশ্যমান করে প্রমাণ করতে চাই। বিগত বিএনপি-জামাত সরকার কথা বলতো, কিন্তু কাজ করতো না। তাদের উন্নয়ন কথার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। যদি শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান তাহলে নৌকার কোন বিকল্প নাই। এরপর মনোজ্ঞ আতশবাজী প্রদর্শনীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলা সমাপ্ত হয়।
উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!