॥রফিকুল ইসলাম॥ দৌলতদিয়া ঘাটে যানজটে আটকে থাকা বাসের দুই ছাত্রীর শ্লীলতাহানী করায় রাব্বী হাসান(৩৫) নামের এক লম্পট বাসযাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল ৪ঠা অক্টোবর সকালে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী(২৩) ও বাগেরহাটের পিসি কলেজের একাদশ শ্রেণী এক ছাত্রী(১৮) সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। গত ৩রা অক্টোবর রাত ৮টার দিকে তারা বাগেরহাট থেকে কমফোর্ট পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১২টার দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে পৌঁছে যানজটে আটকে পড়ে। রাতে ওই বাসের মধ্যে তারা ঘুমিয়ে পড়লে পিছনের সিটের যাত্রী রাব্বী হাসান তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। সকাল সাড়ে ৯টার দিকে পুনরায় শরীরে স্পর্শ করলে তাদের একজন রাব্বীর হাত ধরে চিৎকার করে ওঠে। তখন রাব্বী হাত ছাড়িয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে বাসযাত্রীরা পিছু ধাওয়া করে স্থানীয়দের সহযোগিতায় রাব্বীকে আটক করে এবং ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লম্পটকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে রাব্বী জানায়, তার বাড়ী ময়মনসিংহ শহরের দুহু রোডের পাট গুদাম এলাকায়। পিতার নাম আব্দুস সামাদ মিয়া। সে একজন ব্যবসায়ী।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী জানান, এ ঘটনায় দুপুরে এক কলেজ ছাত্রী বাদী হয়ে আটককৃত রাব্বী হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।