॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে গতকাল ৪ঠা অক্টোবর সকালে ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ শুরু হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পাংশা জোনাল অফিসের ডিজিএম মোঃ এমাজুদ্দিন সরদার ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার, উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউএনও অফিস ও আইসিটি দপ্তর, পাংশা মডেল থানা, উপজেলা প্রকৌশল দপ্তর, কৃষি অধিদপ্তর ও বিএডিসি, উপজেলা মহিলা বিষয়ক দপ্তর, হিসাব রক্ষণ দপ্তর, পানি উন্নয়ন বোর্ড, প্রাণিসম্পদ, সমবায়, সমাজসেবা, পল্লী উন্নয়ন, পিআইও, একটি বাড়ী একটি খামার, বিভিন্ন ব্যাংক ও ইন্স্যুরেন্স, ফায়ার সার্ভিস, পিডিপি, পল্লী বিদ্যুৎ, আনসার-ভিডিপি, মৎস্য, যুব উন্নয়ন, জনস্বাস্থ্য প্রকৌশল, ভূমি অফিস, খাদ্য বিভাগ, দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়নমূলক ও সেবাসমূহের তথ্যসম্বলিত লিফলেট অতিথিবৃন্দের হাতে তুলে দেন। বিভিন্ন স্টল থেকে মেলায় আগত লোকজনের মাঝেও উন্নয়নমূলক তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করা হয়। বিকেলে পাংশা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।
৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলা পরিষদের সন্মুখ সড়কে ব্যানার-ফেস্টুন টানানো এবং সুজজ্জিত করা হয়। ৪র্থ জাতীয় উন্নয়ন মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।