বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে ছাত্রীকে গণধর্ষণ অভিযোগে আদালতে দায়েরকৃত মামলা থানায় রেকর্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

॥শিহাবুর রহমান॥ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউনাইর গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে আদালতে দায়েরকৃত মামলা গত ২রা অক্টোবর বালিয়াকান্দি থানায় রেকর্ড হয়েছে।
এরআগে গত ২৩শে সেপ্টেম্বর ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। গত ১৪ই সেপ্টেম্বর রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার মামলা নং-২। ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (সংশোধনী) ৯(৩)/ ৩০। মামলার আসামীরা হলো ঃ বারমল্লিকা গ্রামের আকবর আলীর ছেলে আকছেদ(২২), মৃত শাজাহানের ছেলে রাসেল(২০) ও কাউন্নাইর গ্রামের খলিল মন্ডলের ছেলে টিপন মন্ডল(২৫)।
জানা যায়, ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী গত ১৪ই সেপ্টেম্বর রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘর থেকে বাইরে এলে টিপন পিছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে। এরপর সে তাকে কোলে করে বাড়ীর পাশে হলুদ ক্ষেতের মধ্যে আকছেদ ও রাসেলের কাছে তুলে দেয়। এরপর আকছেদ ও রাসেল তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় টিপন তাদেরকে পাহাড়া দেয়।
এদিকে ওই ছাত্রী ঘরে ফিরে না গেলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে ওই হলুদ ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা গত ২৩শে সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য বালিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে মামলাটি গত ২রা অক্টোবর বালিয়াকান্দি থানায় রেকর্ড করা হয়। গতকাল ৩রা অক্টোবর আদালত ওই ছাত্রীর জবানবন্দী রেকর্ড করেন। তবে ধর্ষকেরা এখনো গ্রেফতার হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!