বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে বিনামূল্যে ৩শত জন চোখের ছানি রোগীর অপারেশন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী শহরের পুলিশ লাইন্স নতুন বাজারের আমেনা চক্ষু ক্লিনিকে বিনামূল্যে ২৮৮জন চোখের ছানি পড়া রোগীর অপারেশন করা হচ্ছে। গত ২রা অক্টোবর থেকে শুরু হওয়া এই অপারেশনের কার্যক্রম আজ ৪ঠা অক্টোবর সমাপ্ত হবে।
লায়ন্স ক্লাবের জেলা ৩১৫ এ২ এর গভর্নর লায়ন হাবিবা হাসানের অর্থায়নে এবং কালুখালীর বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বিএনপি নেতা লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খানের সার্বিক সহযোগিতায় নতুন বাজারের আমেনা চক্ষু হাসপাতালে নারায়ণগঞ্জের সহিতুন্নেছা লায়ন্স চক্ষু হাসপাতালের পরিচালনায় বিনামূল্যে চোখের ছানি পড়া রোগীদের এই অপারেশনের কার্যক্রম চলছে।
লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের প্রাক্তন গভর্নর মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে ডাক্তার সৈয়দ হামেদুল হক, শহিদুল আজম রাসেল, শিপন মিঞা, শাহীন আহমেদ, নূরুন নাহার কনা ও আবু তালেবসহ ১০ সদস্যের একটি টিম প্রয়োজনীয় ওষুধপত্র, চশমা, লেন্স ও অন্যান্য সামগ্রীসহ এসে এই অপারেশন করছেন।
গত ২রা অক্টোবর ও গতকাল ৩রা অক্টোবর ২ দিনে ইতিমধ্যে ১শত ২০জনের চক্ষু অপারেশন সম্পন্ন হয়েছে। অবশিষ্টদের আজ ৪ঠা অক্টোবর অপারেশন করা হবে।
রাজবাড়ী রাইফেলস ক্লাব ও জেলা মানবাধিকার প্রটেকশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী কামরুল আলম মুকুল, মোঃ মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ শাহাদত হোসেন, বিএনপি নেতা জিয়াউর রহমান জিরো, ছাত্রনেতা জাবিউল্লাহ খান জাবের প্রমুখ এই অপারেশন কার্যক্রমে সার্বক্ষণিক সহযোগিতা করছেন।
উল্লেখ্য, গত ১৫ ও ১৬ই সেপ্টেম্বর কালুখালীর কিং জুট মিলস লিঃ-এর মাঠে প্রায় আড়াই হাজার চক্ষু রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মধ্যে ২৮৮জনকে ছানী অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বিনামূল্যে অপারেশনের পাশাপাশি তাদেরকে চশমা ও লেন্সসহ প্রয়োজনীয় ওষুধপত্রও দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!