॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বিশ্ব বসতি দিবস উপলক্ষে ‘বিশ্ব বসতি দিবস; কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে গতকাল ১লা অক্টোবর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর কালেক্টরেটের সম্মেলল কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুছাইন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তু রায় পাল। এ সময় জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিসহ অন্যান্য বক্তাগণ বিশ্ব বসতি দিবস উপলক্ষে এর প্রতিপাদ্য বিষয়সহ দেশের আবাসন ব্যবস্থা ও সরকারের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।