॥রঘুনন্দন সিকদার॥ ‘কৃমিনাশক ওষুধ সেবন করি-কৃমিমুক্ত বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা অক্টোবর সকালে নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে শিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজা কায়সার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস, ইন্দুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ সামাদ আজাদ, স্বাস্থ পরিদর্শক(ইনচার্জ) আঃ রশিদ মৃধা এবং বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ পনিরুজ্জামান পনির। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ইন্দুরদী উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরির্দশনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণী কক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ১-৭ই অক্টোবর ৬ থেকে ১২বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।