বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার মতিনকে ফুলেল সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় সোমবার, ১ অক্টোবর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী প্রেস ও মিডিয়া টিমের সদস্য হিসেবে ৭দিনের সরকারী সফর শেষে গতকাল ৩০শে সেপ্টেম্বর সকালে দেশে ফিরে সন্ধ্যায় রাজবাড়ীতে পৌছেন দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন।
গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় তিনি নিজ কর্মস্থল পৌছালে তাকে অভিনন্দন ও সংবর্ধনা জানান মাতৃকন্ঠ পরিবারের সকল সাংবাদিক ও স্টাফগণ।
এছাড়াও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, রাজবাড়ী সাংবাদিক ফোরাম এবং বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা ও জানানো হয়।
দৈনিক মাতৃকণ্ঠ কার্যালয়ে সংবর্ধনায় সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশের গণমাধ্যম ও সাংবাদিকতাও এগিয়ে যাচ্ছে। বিধায় জেলা পর্যায়ের সাংবাদিকগণও আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।
তিনি আরো বলেন, এ কৃতিত্ব একা আমার নয় রাজবাড়ীর সাংবাদিকদের। আমি মনে করি জাতিসংঘে আমি গিয়েছি আপনাদের প্রতিনিধি হয়ে। আপনারা দেশের জন্য কাজ করবেন। মানুষের জন্য কাজ করবেন। একদিন আপনারাও প্রধানমন্ত্রীর সাথে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকাদর, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ^াস, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, গাজী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক ইত্তেফাকের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সাপ্তাহিক রাজবাড়ী খবরের বার্তা সম্পাদক কামরুল ইসলাম মিঠু, দৈনিক মাতৃকণ্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, দৈনিক শেয়ার বিজ পত্রিকার জেলা প্রতিনিধি চঞ্চল সরদার, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির মহিলা সম্পাদিকা লাবনী আক্তার ও দৈনিক মাতৃকণ্ঠের বালিয়াকান্দি প্রতিনিধি সবুজ সিকদার প্রমুখ বক্তব্য দেন। বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সফরসঙ্গী সাংবাদিক হিসেবে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে নিয়ে যাওয়ার তাকে অভিনন্দন জানানোসহ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্য সাংবাদিক ও মাতৃকণ্ঠের স্টাফগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা থেকে এই প্রথম কোন সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিক হিসেবে সরকারী সফরে জাতিসংঘে যাওয়ার সুযোগ পান। দৈনিক মাতৃকণ্ঠের খোন্দকার আব্দুল মতিন গত ২২শে সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিক হিসেবে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে আমেরিকার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং ৭দিনের সফর শেষে গতকাল ৩০শে সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!