॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা, উত্তর পাট্টা ও মাদুলিয়া গ্রামের ৫৫০টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছে।
গত ২৮শে সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পাট্টা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রব মোনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ এবং রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মুহঃ আক্তার জিন নুরাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোনাব আলী মন্ডল। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। ছাত্র-ছাত্রীরা বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্যবই হাতে পাচ্ছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো। বিগত বিএনপি সরকারের সময়ে এই পাট্টা ইউনিয়নেই পাংশা থানার তৎকালীন ওসি মিজানুর রহমান সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। সাধারণ মানুষ অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। সন্ত্রাস-চাঁদাবাজীর কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। কিন্তু বর্তমানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। যারা মানুষের উপর অত্যাচার-নির্যাতন, জুলুম করবে তারা যে দলেরই হোক না কেন রেহাই পাবে না। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।