॥বালিয়াকন্দি প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে গতকাল ২৯শে সেপ্টেম্বর সকালে চাইল্ড হেলথ এন্ড মরটালিটি প্রিভেনশন সার্ভেলেন্স (চ্যাম্পস) প্রকল্পের জঙ্গল ও জামালপুর ইউনিয়নের কমিউনিটি স্বেচ্ছাসেবকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিশু স্বাস্থ্য সুরক্ষা ও ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার কমিয়ে আনার প্রয়াসে পরিচালিত এই কর্মসূচী কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ২য় বারের মত ৯৭ জন কমিউনিটি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চ্যাম্পসের কার্যক্রমের উপর আলোকপাত করা হয় এবং কিভাবে কমিউনিটি স্বেচ্ছাসেবকগণ এই প্রকল্পের কাজে সহযোগিতা করতে পারেন তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনাটি প্রশ্নোত্তর পর্ব দিয়ে শেষ করা হয়। অনুষ্ঠানে চ্যাম্পসের রিসার্চ ইনভেস্টিগেটর আব্দুল্লাহ আল মাসুদ, ফিল্ড রিসার্চ ম্যানেজার (কো-অর্ডিনেশন) আহমেদ শাহরিয়ার, ফিল্ড রিসার্চ ম্যানেজার মোঃ মামুনুর রশিদ এবং মাঠ পর্যায়ে কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।