বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু শেখ হাসিনার হাত ধরেই হবে — ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

॥মোক্তার হোসেন॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু চাইলে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। নিজেদের অর্থে পদ্মা সেতু হচ্ছে। দ্বিতীয়টাও হবে।
গতকাল ২৬শে সেপ্টেম্বর সকালে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর হাই স্কুলের মাঠে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রয়েছেন। তার পক্ষ থেকে আপনাদের সালাম জানাতে এসেছি। বিদ্যুৎ, রাস্তাঘাট প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষের হাতেই মোবাইল ফোন। ঘরে ঘরে ইন্টারনেট। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন-নতুন ভবন সবই শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। তাই শেখ হাসিনার সরকার বারবার দরকার। বিএনপি-জামায়াত ভুয়া, তারা নালিশ পার্টি। আমরা বিশৃঙ্খলা করবো না, কাউকে বিশৃঙ্খলা করতেও দিবো না। বিএনপিকে ২৯ তারিখে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগ পাল্টাপাল্টি মিটিং করতে যাবে না। কারণ জনগণ এমনিতেই বিএনপিকে প্রত্যাখ্যান করবে। আন্দোলন করতে করতে তাদের ১০ বছর পার হয়েছে। আর কবে আন্দোলন করবে ? আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
দলীয় মনোনয়নের বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবার আমলনামা, এসিআর জমা আছে। অক্টোবরে দলীয় নমিনেশনের ঘোষণা হয়ে যাবে। জনপ্রিয়তায় যিনি এগিয়ে আছেন তিনিই নমিনেশন পাবেন। দলের নিয়ম মানতে হবে। বিলবোর্ড-ব্যানার দেখে মনোনয়ন দেয়া হবে না। জনগণের ইচ্ছায় মনোনয়ন হবে। জনগণ যাকে চায় তাকেই দলীয় মনোনয়ন দেয়া হবে।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস। জনসভার মঞ্চে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম, মাছপাড়া ইউনিয়ন পরিরষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডলসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাংশা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সহকারে সেতু মন্ত্রীর জনসভায় যোগদান করে। নৌকার পক্ষে স্লোগানে স্লোগানে জনসভাটি নির্বাচনী সভায় পরিণত হয়।
এর আগে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পাংশার শিয়ালডাঙ্গী মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদরের তালতলা হতে শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩.৩৯০ কিলোমিটার অংশের প্রশস্তকরণ ও পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!