॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল ২৪শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃ দাঃ) নাছরিন সুলতানা, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগমসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম দলমত নির্বিশেষে জাতীয় সম্পদ রক্ষা করার আহ্বান জানান এবং কালুখালী উপজেলার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও তিনি দ্রুত শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি করে চিকিৎসা সেবা দেয়ার জন্য স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, নদী ভাঙ্গন ও পানিবন্দী এলাকায় ইতিমধ্যেই ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত ৬ মেঃ টন চাল বিতরণ করা হয়েছে। যাদের বাড়ী-ঘর ভেঙ্গে গেছে তাদের জন্য টিন ও নগদ ৩ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস জানান, কালুখালী কলেজ থেকে নদী পারাপারের জন্য ব্রীজের কাজ চলছে এবং হিরো মোল্লার ঘাট থেকে হরিণবাড়ীয়া চরের লোকজনের পারাপারের জন্য আরেকটি ব্রীজের কাজ শুরু হবে।