বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দেশের স্বার্থে কলেজ শিক্ষকদের শেখ হাসিনার সাথে থাকার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

  • আপডেট সময় সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

॥চঞ্চল সরদার॥ মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী এমপির সাথে মত বিনিময় সভা করেছেন রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষকরা। সভায় শিক্ষকরা কলেজের নানা সমস্যা তুলে ধরেন। গতকাল ২৩ সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে কলেজের ছাত্রীরা। পরে কলেজের স্কাউটের একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, শিক্ষক পরিষদের সম্পাদক সরোয়ার মোর্শেদ, গনিত বিভাগের প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর আহম্মদ আলী খান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যপক্ষ মোঃ নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপস্থাপনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যক্ষ আকতার হোসেন।
মত বিনিময় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী কলেজের সমস্যা সমাধানের আশ^াস দিয়ে বলেন, আপনাদের আরো আন্তরিক হতে হবে। আমাদের মানব সম্পদ রয়েছে। শেখ হাসিনা বলেছেন এই মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে রুপান্তিত করতে হবে। তাই কারিগরী শিক্ষার পাশাপাশি সকল ছাত্রকে কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব প্রদান করতে হবে। আমাদের যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নাই। দেশের স্বার্থে আপনারা শেখ হাসিনার সাথে থাকবেন। কলেজের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেটা আমি আলোচনার সাপেক্ষে সমাধান করবো।
জেলা প্রশাসক শওকত আলী বলেন, আমাদের ভবিষৎ প্রজন্ম গড়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি ঠিক মত গড়তে না পারি তাহলে আমাদের ভিশন পূণ্য হবে না। এক্ষেত্রে আমার চেয়ে আপনাদের দায়িত্বটা বেশি। আমরা নিজ নিজ দায়িত্বে আমরা অধিকতর আন্তরিক হবো। আমরা যখন চাকরির ভাইবা নিই তখন দেখি অর্নাস মাস্টার্স ধারী ছাত্র-ছাত্রীরা তাদের সাবজেক্ট বিষয় বেসিক ধারনা থাকে না এবং তাড়া কিন্তু বাছাইকৃত ১০ হাজার থেকে ২০০ টিকছে। তাদের ভাইবা নিচ্ছি বাকিদের কিন্তু সুযোগ নাই তখন সত্যি সত্যি ধাক্কা খাই যে আমরা কি সত্যি সত্যি এগুচ্ছি না পিচাচ্ছি। আমাদের উচ্চ শিক্ষার দিকে না গিয়ে আমাদের কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। যে শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সেই শিক্ষা ব্যবস্থা আমাদের যুগোপযোগী। অন্য গুলো যুগোপযোগী না। আসুন আমরা স্ব স্ব স্থান থেকে আমাদের পবিত্র দায়িত্ব পালন করি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!