॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজার সংলগ্ন জামাই পাগলের মাজার এলাকা থেকে ১টি রিভলবার ও ২রাউন্ড গুলি উদ্ধারের আটকের ঘটনায় ৪জনের নামে মামলা হয়েছে।
গত ২৯শে জানুয়ারী রাজবাড়ী সদর থানার এএসআই ইনায়েত হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-৫২। ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১০(এফ)। আসামীরা হলো ঃ আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে আটক হোসেন খান(৩০), একই গ্রামের হাসেম খানের ছেলে শাহিন খান(২৫), মৃত মান্নান পাটোয়ারীর ছেলে ইদ্রিস পাটোয়ারী(২৬) ও রশিদ খানের ছেলে হাসান খান(২৬)।
মামলা সুত্রে জানাযায়, গত ২৯শে জানুয়ারী রাত সোয়া ৭টার দিকে আলাদীপুর জামাই পাগলের মাজার এলাকায় বটগাছের নিচে অবস্থান করাকালে হোসেন খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি রিভলবার ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লেখিতরা পালিয়ে যায়।
গতকাল ৩০শে জানুয়ারী হোসেন খানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।