॥শিহাবুর রহমান॥ হায় হোসাইন, হায় হোসাইন কলরবে রাজবাড়ীতে পালিত হয়েছে পবিত্র আশুরা। এ উপলক্ষে গত ২১ সেপ্টেম্বর সকালে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান এ শোক মিছিলে অংশগ্রহণ করেন।
শোক মিছিলটি শহরের খানকা শরীফ মসজিদ (বড় মসজিদ) প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার দাবী দেশের মধ্যে এটাই সবচেয়ে বড় শোক মিছিল। এতে নেতৃত্ব দেন রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলী।
শোক মিছিলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম.এ খালেক, ব্যবসায়ী জাকির হোসেন, পৌর কাউন্সিলর এফএম শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
শোক মিছিল শেষে খানকা শরীফ মসজিদে (বড় মসজিদ) হযরত ইমাম হোসাইন (রাঃ) সহ কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও, দিনব্যাপী রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল ইমামবাড়ী, ধুনচী ইমামবাড়ী, নিউ কোলনীসহ গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় পবিত্র আশুরা উপলক্ষ্যে শোক মাতম, শোক মিছিল ও তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।