॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর শহর থেকে কথিত অপহরণের ৩দিন পর গতকাল ১৭ই সেপ্টেম্বর ভোরে মধুখালী উপজেলার মথুরাপুর গ্রাম থেকে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব।
এ সময় ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে ফজলে রাব্বী নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বিশ্বাস পাড়ার মিল্টন বিশ্বাসের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, উদ্ধারকৃত ছাত্রী ফরিদপুর শহরের জহুরা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। গত ১৪ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে সে নিজ বাসা হতে ফরিদপুরের শেখ রাসেল শিশু পার্কে যাওয়ার কথা বলে বের হয়। পরবর্তীতে সে আর বাসায় ফিরে না আসায় তার অভিভাবকরা খোঁজাখুঁজি করে না পেয়ে ১৬ই সেপ্টেম্বর ফরিদপুরের কোতয়ালী থানায় একটি জিডি করার পাশাপাশি তাকে উদ্ধারে র্যাবের সহায়তা কামনা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে গতকাল ভোর সাড়ে ৬টার দিকে মধুখালী উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করাসহ মূল অপহরণকারী ফজলে রাব্বী (১৯)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলে রাব্বীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত ছাত্রীর বাবা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে।