শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

চুরির সাথে জড়িত চক্রকে গ্রেফতারের জন্য পুলিশ সুপারের নির্দেশ॥রাজবাড়ী শহরের সমবায় মার্কেটের ৭টি দোকানে একই রাতে দুর্ধর্ষ চুরি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের প্রধান সড়কে শিল্পকলা সংলগ্ন সমবায় মার্কেটের নিচতলায় গত ১১ই সেপ্টেম্বর দিনগত গভীর রাতে ৭টি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা এসব দোকানের তালা কেটে ভিতরের প্রবেশ করে নগদ টাকাসহ ৭লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
সমবায় মার্কেটের নিচতলায় জিএসবি মটরস এর এমডি শামীম খান জানান, গত ১১ই সেপ্টেম্বর রাতে তারা দোকান তালাবদ্ধ করে বাসায় যান। গতকাল ১২ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে মোবাইলে খবর পান দোকানে চুরি হয়েছে। খবর পেয়ে তিনি এসে দেখেন তার দোকানে ৮টি তালা মারা ছিল সেগুলো নেই। এরপর তিনি দোকানের ভিতরে ঢুকে দেখেন ২লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ৪ সেট অটো গাড়ীর পাওয়ার প্লাস ব্যাটারী ও ক্যাশ বাক্সে রাখা সাড়ে ৮হাজার টাকা নেই। অজ্ঞাত চোরেরা তার দোকানের ৮টি তালা কেটে ভিতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটায়।
শোভা কম্পিউটারের দোকান মালিক সঞ্জয় জানান, তার দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিল। চোরেরা তালা কেটে দোকানের মধ্যে ঢুকে নগদ ৩০/৩৫ হাজার টাকাসহ দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়াও তারা ওই সিসি ক্যামেরার যন্ত্রাংশও নিয়ে যায়।
উজ্জল টেলিকমের মালিক উজ্জল জানান, তার দোকান থেকে চোরেরা নগদ ১৫হাজার টাকা ও ৩৮হাজার টাকা মূল্যের একটি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে।
নিশি এন্টারপ্রাইজের মালিক নাসির আহম্মেদ জানান, তার দোকানে নগদ ১৫হাজার টাকা ছিল। চোরেরা দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে সেটা চুরি করে নিয়ে গেছে।
খোন্দকার ইলেক্টনিকস-এর মালিক আঃ সোহবান জানান, তার দোকানেও ২টা তালা কেটে চোরেরা প্রবেশ করেছিল। তবে তারা ড্রয়ার ভাংচুর ও মালামাল তছনছ করা ছাড়া কিছুই নিতে পারেনি।
রাজবাড়ী পোল্ট্রি ফিডের মালিক মোঃ আলীম জানান, চোরেরা তার দোকান থেকে নগদ প্রায় ২হাজার টাকা ও লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রকারের ওষুধ চুরি করে নিয়ে গেছে।
এছাড়াও অজ্ঞাত চোরেরা হুয়াওয়ে নামে একটি মোবাইলের শোরুমের দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করেছিল। তবে ওই শোরুমে কোন মোবাইল ছিল না। ছিল ফিডের বস্তা। সে কারণে হয় তো চোরেরা ওই দোকান থেকে কিছুই না নিয়ে চলে যায়।
এদিকে শহরের প্রাণকেন্দ্রে প্রধান সড়কের পাশে অবস্থিত মার্কেটটির ৭টি দোকান চুরির ঘটনায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মার্কেটের সকল দোকান বন্ধ করে ধর্মঘট পালন করে দোকানীরা।
এদিকে গতকাল ১২ই সেপ্টেম্বর বিকালে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা সমবায় মার্কেটের চুরি হওয়া দোকানসমূহে পরিদর্শন করেন এবং চুরির ঘটনার সাথে জড়িত চক্রকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য থানা ও ডিবি কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়াসহ থানা পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!