অংকুর স্কুল এন্ড কলেজে বার্ষিক দুইদিনের ক্রীড়া প্রতিযোগিতা - দৈনিক মাতৃকণ্ঠ
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

অংকুর স্কুল এন্ড কলেজে বার্ষিক দুইদিনের ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

॥কবির হোসেন॥ রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী অংকুর স্কুল এন্ড কলেজে গতকাল ২৯শে জানুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিনাত আরা।
অংকুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাইয়ার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আলী খান, প্রফেসর মতিয়র রহমান, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, অংকুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সদস্য এডঃ আব্দুল ওয়াজেদ বিশ্বাস এবং আব্দুর রতন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু এবং শিক্ষিকা জাফরান।
উদ্বোধন অনুষ্ঠানের পর দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ ৩০শে জানুয়ারী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!