॥কবির হোসেন॥ রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী অংকুর স্কুল এন্ড কলেজে গতকাল ২৯শে জানুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিনাত আরা।
অংকুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাইয়ার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ আলী খান, প্রফেসর মতিয়র রহমান, ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, অংকুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি’র সদস্য এডঃ আব্দুল ওয়াজেদ বিশ্বাস এবং আব্দুর রতন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু এবং শিক্ষিকা জাফরান।
উদ্বোধন অনুষ্ঠানের পর দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ ৩০শে জানুয়ারী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হবে।