॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার লক্ষীকোল ২নং ওয়ার্ডের বিলকিস স্মরনী সড়কের বলাই সাহ’র পুকুর পাড় এলাকায় স্বেচ্ছাশ্রমে মাটি ও বালু ফেলে একটি কাঁচা রাস্তা নির্মাণ করেছে এলাকাবাসী।
গত ৭ই সেপ্টেম্বর থেকে গতকাল ৯ই সেপ্টেম্বর পর্যন্ত মাটি ও বালু ফেলে রাস্তাটি তৈরী করা হয়। আর স্বেচ্ছাসেবক হিসেবে এ কাজে অংশ নেন স্থানীয় বাসিন্দা আলম মন্ডল, আব্দুল আওয়াল, আঃ খালেক, রহমত, রানা, আবুল কালাম ও ছোট মনিসহ ৫/৬জন নারী।
তারা জানান, আওয়ালের বাড়ী থেকে রহমতের বাড়ী পর্যন্ত কোন রাস্তা ছিল না। খালি জমির উপর দিয়েই রাস্তা স্বরূপ এ এলাকার মানুষ চলাচল করতো। দীর্ঘ প্রায় এক যুগ ধরে এ এলাকার মানুষ সেখান দিয়েই চলাচল করে আসছে। সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাটির বিভিন্ন স্থানে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অথচ সেখান দিয়েই প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। শুধু তাই নয় এলাকার একমাত্র মসজিদেও যেতে হয় (বাইতুল মামুন জামে মসজিদ) এই রাস্তা দিয়েই। ফলে দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ চরম ভোগান্তিতে বসবাস করে আসছে। রাস্তাটি পাকা বা মেরামতের জন্য স্থানীয় পৌর কাউন্সিলর ও রাজবাড়ী পৌরসভার মেয়রকে বহুবার জানানো হয়। কিন্তু তারা একাধিকবার আশ্বাস দিলেও কাজের কাজ হয়নি। ফলে তারা বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রমে মাটি ও বালু ফেলে রাস্তাটি তৈরী করেন।