॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ৮ই সেপ্টেম্বর উৎসবমূখর পরিবেশে ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জানাযায়, ২৫টি মাদরাসা ও ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় মোট ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে জোন পর্যায়ে খেলা শেষে গতকাল শনিবার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সর্বশেষ গতকাল শনিবার কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ ও হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ফুটবল খেলায় টাইবেকারে কাচারীপাড়া স্কুল এন্ড কলেজকে ১-০ গোলে পরাজিত করে হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেই সাথে জেলা পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি হয় হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ ও মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী) বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।