॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত শুক্রবার ৭ সেপ্টেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে মনিরুল মন্ডল(২৬) নামের ১জন মাদক বিক্রেতা এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী দেলবর সরদারকে গ্রেফতার করে।
জানাযায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এএসআই মোঃ মুকুল মোল্লা এবং এএসআই মাসুদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ গত শুক্রবার রাতে পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের জনৈক রাজার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ১১পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মনিরুল মন্ডলকে গ্রেফতার করে। ধৃত মনিরুল মন্ডল মাগুড়াডাঙ্গী গ্রামের আশরাফ মন্ডলের ছেলে। এ ব্যাপারে এএসআই মাসুদুল ইসলাম বাদী হয়ে মানিরুল মন্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
এছাড়া পাংশা মডেল থানার এএসআই মোঃ বদিউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ গত শুক্রবার রাতে পৌরসভার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী দেলবর সরদারকে গ্রেফতার করে। সে রঘুনাথপুর গ্রামের মৃত নিজাম সরদারের ছেলে।