॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গতকাল রবিবার হিন্দু ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন করেছে।
গোয়ালন্দ উপজেলা কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিজয় বাবুরপাড়া মঠ মন্দিরে উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি গোবিন্দ মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আওয়ামীলীগ সরকার ধর্ম নিরপেক্ষ সরকার। সারাদেশে যাতে সব ধর্মাবলম্বীরা উৎসব সানন্দে পালন করতে পারে এ ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ।
উপজেলা জন্মাষ্টমী উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক সুধির কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শুধাংশু শেখর সাহা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন, উপজেলা হিন্দু, বৈদ্ধ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নির্মল কুমার চক্রবর্তী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমূখ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য জীবন কুমার ঘোষ, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি ও হাবিব রেজা টুটুল প্রমুখ।
আলোচনা সভা শেষে মঠ মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালীটি মঠ মন্দির থেকে বের হয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ড ঘুরে মন্দিরে এসে শেষ হয়। এতে কয়েক শত ভক্ত অংশগ্রহণ করে।