মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

অটোরিক্সা ও অটোটেম্পু মালিকদের দুইটি সংগঠনকে জেলা প্রশাসনের নির্দেশনা

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী অন্তর্ভুক্ত করা নিয়ে বিবাদমান দুই সংগঠনকে নির্দেশনা প্রদান করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
সংগঠন দুইটি হলো-শ্রম অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ‘রাজবাড়ী জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি(ঢাকা-৩৩১৫)’ এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ‘রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ(টিও-১৩/১৩)’।
গত ২৪শে জানুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ কাওছার হোসেনের স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, শ্রম অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ‘রাজবাড়ী জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি(ঢাকা-৩৩১৫)’ ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী অন্তর্ভুক্ত করতে পারবে না। ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী ছাড়া অন্য সকল ধরণের থ্রি-হুইলার গাড়ীর মালিকদের সমন্বয়ে তাদের মালিক সমিতি গঠিত হবে।
অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ‘রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ(টিও-১৩/১৩)’ তাদের সংগঠনে শুধুমাত্র এ জেলার সকল ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ীর মালিকদের অন্তর্ভুক্ত করতে পারবে। ডিজেল চালিত ছাড়া অন্য কোন ধরণের থ্রি-হুইলার গাড়ীর মালিকদের সংগঠনে অন্তর্ভুক্ত করতে পারবে না। সংগঠন দু’টিকে তাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের গঠনতন্ত্র ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করলে কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অমান্য করলে সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ীর পুলিশ সুপার, এবং সহকারী পরিচালক বিআরটিএ রাজবাড়ী সার্কেলকে নির্দেশনার অনুলিপি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী(মাহেন্দ্র) সংগঠনভুক্ত করা নিয়ে দীর্ঘদিন ধরে উল্লেখিত সংগঠন ২টির মধ্যে বিরোধ চলে আসছে। ‘রাজবাড়ী জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি(ঢাকা-৩৩১৫)’র মূল গাড়ীগুলোই হচ্ছে বর্তমানে পুরাতন হয়ে যাওয়া পেট্রোল চালিত টেম্পু।
অপরদিকে ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী(মাহেন্দ্র জাতীয়) চলাচল শুরু হওয়ার পর শুধুমাত্র সেই গাড়ীগুলোকে নিয়ে ‘রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ(টিও-১৩/১৩)’ গঠিত হয়। কিন্তু অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি (৩৩১৫) ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ীগুলো তাদের সংগঠনে অন্তর্ভুক্ত করা শুরু করলে ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের (১৩/১৩) সাথে বিরোধ সৃষ্টি হয়। ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের (১৩/১৩) অভিযোগের প্রেক্ষিতে কয়েক মাস পূর্বে রাজবাড়ী জেলা প্রশাসন অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির(৩৩১৫) নির্বাচন বন্ধ করে দেয়। এরপর শ্রম অধিদপ্তরের ২৫/০৯/২০১৬ইং তারিখের আরটিইউ/ঢাকা-৩৩১৫/৭৬৪ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ২৭/১১/২০১৬ ইং তারিখের বাম/টিও-১/জি-৪/২০১৩/৩৫৪নং স্মারকের আলোকে রাজবাড়ী জেলা প্রশাসন এই নির্দেশনা জারী করল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!