রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,পিপিএম-সেবা’র নির্দেশনায় জেলার পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশের একটি দল গতকাল ২১শে আগস্ট পাংশা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে থানার এস.আই মুন্সী কামরুজ্জামান, এএসআই রাজু আহমেদ, এএসআই বদিউজ্জামান, পাংশা শহরের কালী মন্দির সংলগ্ন কাচা বাজার হতে অস্ত্রধারী সন্ত্রাসী আঃ রহিম শেখ (২৮)কে দেশীয় তৈরী ১টি সচল ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে। ধৃত রহিম শেখ কুটিমালিয়াট গ্রামের মৃত আঃ রশিদ শেখের পুত্র। এ বিষয়ে রহিম শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা দায়ের হয়েছে -মাতৃকণ্ঠ।