শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২০ আগস্ট, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৯শে আগস্ট সকাল ১০টায় জেলা কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর হক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার, পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ জহুরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার(পিআরএল) সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী পঁচাত্তরের ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যগণসহ শাহাদতবরণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আগস্ট মাস শোকের মাস। এই মাসেই পাকিস্তানী ষড়যন্ত্রকারীদের গভীর ষড়যন্ত্রে এদেশীয় কিছু কুলাঙ্গারের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে শাহাদতবরণ করেছিলেন। শুধু তাই নয়, তাদের হাতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪জন সহচর জাতীয় ৪নেতাও শাহাদতবরণ করেছিলেন। আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। আমাদের সকলকে এই বিষয়গুলোর দিকে বিশেষ খেয়াল রেখে দেশের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যেতে হবে। রাষ্ট্রপতির বক্তব্যে মাঠপর্যায়ে জনগণের সকল সরকারী সেবা প্রদান সহজ করা, বিভিন্ন সরকারী ভাতা সঠিকভাবে প্রদান, ভূমি ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষার সুযোগ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে পদক্ষেপ গ্রহণ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ দেশের সার্বিক উন্নয়নে নিজেদেরকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করার আহ্বান জানান। আর প্রধানমন্ত্রী ডিসিদের উদ্দেশ্যে দেশের উৎপাদিত কৃষি সম্পদ যাতে নষ্ট না হয় ও কৃষকরা যাতে কৃষিপণ্যের সঠিক দাম পায় সেই জন্য বিভিন্ন জেলায় ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, বেসরকারী ব্যবস্থাপনায় কৃষি পণ্য সংরক্ষণাগার নির্মাণ, সামাজিক বনায়ন, গ্রাম আদালত, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের টেন্ডারবাজী, চাঁদাবাজী বন্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সরকারী অর্থায়নে প্রতিটি জেলা-উপজেলায় মডেল মসজিদ নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ভবিষ্যতে উন্নত বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ, অটিজম, ভবিষ্যৎ প্রজন্মকে জাতিসংঘের ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জানানোসহ বর্তমান সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও জেলা প্রশাসক তার বক্তব্যে আরও বলেন, বর্তমানে রাজবাড়ী জেলায় শিক্ষার মানের দিক দিয়ে পাংশা উপজেলা সবচেয়ে এগিয়ে। এরপর পর্যায়ক্রমে বালিয়াকান্দি, কালুখালী, রাজবাড়ী সদর ও গোয়ালন্দের অবস্থান। অথচ সার্বিক সুযোগ-সুবিধার কারণে রাজবাড়ীর অবস্থান সবচেয়ে ভালো হওয়ার কথা। সেটি না হওয়ার কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঠিকমতো ক্লাস না হওয়া। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছুটা ক্লাস হলেও কলেজ পর্যায়ে পর্যাপ্ত শিক্ষক থাকার পরও ঠিকমতো ক্লাস হয় না। কলেজগুলোর মধ্যে সবচেয়ে কম ক্লাস হয় রাজবাড়ী সরকারী কলেজে। সুতরাং শিক্ষার মান উন্নয়নসহ ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আমাদেরকে আরও উদ্যোগী হয়ে কলেজগুলোতে পাঠদান করতে হবে।
রাজবাড়ীর ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া দিয়ে ঈদের সময় অসংখ্য যাত্রী ও যানবাহন পারাপার হয়। অন্য ঈদে কিছুটা কম যানবাহন পারাপার হলেও কোরবানী ঈদে গরুর ট্রাক থাকায় চাপ অনেক বেশী থাকে। বর্তমানে দৌলতদিয়ার ৬টি ঘাট দিয়ে ২০টি ফেরীর মাধ্যমে যানবাহন ও গরুর ট্রাক পারাপার করা হচ্ছে। নদীতে স্রোত বেশী থাকা ও মাওয়া ঘাটে নাব্যতা সংকটের কারণে প্রায়ই বন্ধ থাকছে। যার কারণে ওই ঘাটের যানবাহনও দৌলতদিয়া ঘাট দিয়ে পার হওয়ায় যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনসহ জেলা পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ দিনরাত চেষ্টা করে শৃঙ্খলার সাথে যানবাহন পারাপারের চেষ্টা করছে। স্রোতের কারণে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় বেশী লাগা ও অতিরিক্ত গরুর ট্রাকসহ অন্যান্য যানবাহন আসায় ঘাটে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতির যাতে উন্নয়ন ঘটনাতে সে জন্য সার্বিক চেষ্টা করা হচ্ছে। এছাড়াও সভায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজের অগ্রগতি, পানি উন্নয়ন বোর্ডের ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, দৌলতদিয়ার ঘাট ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া ৪টি দুর্ধর্ষ খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা, বন্যায় ত্রাণ ব্যবস্থাপনা ও খাদ্য মজুদের বিষয়, ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি, কৃষি বিভাগের ফসল উৎপাদনের বিভিন্ন বিষয়, জেলায় কোরবানীর গরু কেনাবেচা ও হাট সংক্রান্ত বিভিন্ন বিষয়, জেলা প্রশাসক কর্তৃক ডিসি সম্মেলনে উপস্থাপিত গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়নে ৪টি আশ্রয়ণ প্রকল্প, বিদ্যুৎ বিভাগের ডিস্ট্রিবিউশন সেক্টরে জনবল বাড়ানো, জেলায় পূর্ণাঙ্গ একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ১হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম নির্মাণ, ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশের ৩০ কিলোমিটার ফোরলেনে উন্নীতকরণ, পাংশা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৮৫ কিলোমিটার পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধান, দুগ্ধ খামারীদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য রাজবাড়ীতে মিল্কভিটার একটি সাব সেন্টার নির্মাণ, সকল ডাক্তারদের এটাচমেন্ট বাতিল, জেলার সকল হাসপাতালে এ্যাম্বুলেন্সের ড্রাইভার নিয়োগ, দৌলতদিয়ায় ৮শত ধারণ ক্ষমতাসম্পন্ন একটি সেফ হোম নির্মাণ, অটিস্টিক শিশুদের জন্য প্রত্যেক জেলায় ১টি করে বিদ্যালয় নির্মাণ, সরকারী জিপি ও পিপিদের সম্মানী বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সদ্য অবসরে যাওয়া জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!