॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালীতে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৯শে আগস্ট বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডলের সভাপতিত্বে সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।
আলোচনাকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ৬দফা দাবী তুলে ধরেন। দাবীগুলোর মধ্যে রয়েছে জামাত-শিবির, যুদ্ধাপরাধী-স্বাধীনতা বিরোধীদের সন্তান ও তাদের উত্তরসূরীদের সরকারী চাকুরীতে নিয়োগ বন্ধ করা, জামাত-শিবির স্বাধীনতা বিরোধী যারা সরকারী চাকুরীতে আছে তাদেরকে চাকুরী থেকে বরখাস্ত করা, যুদ্ধাপরাধীদের সকল স্থাবর, অস্থাবর সম্পত্তি ও জামাত-শিবির স্বাধীনতা বিরোধীদের পরিচালিত প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা, মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণœকারী ও বঙ্গবন্ধুকে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের ‘হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনায়েল ল’ এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করা, ২০০১, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা যে গণহত্যা, ধর্ষণ করেছে তার কঠোর শাস্তি দেওয়া এবং নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্র হত্যার গুজব ছড়ানো ও উস্কানি দাতাসহ কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে অগ্নিসংযোগ ও ভাংচুরকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া ইত্যাদি। আলোচনার শেষে কালুখালী উপজেলা মসজিদের ইমামের পরিচালনায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।