॥রফিকুল ইসলাম॥ পিয়ারটপ পোল্ট্রি ওষুধ কোম্পানীর পক্ষ থেকে গতকাল ২৫শে জানুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের বড়পুল এলাকার ঘরছাড়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীর ওষুধ ব্যবহারকারী ২ জন পোল্ট্রি খামারীকে ২২ ইঞ্চির এলইডি টিভি উপহার প্রদান করা হয়।
এ সময় কোম্পানীর চেয়ারম্যান ডাঃ সৈয়দ মোস্তফা আলী, এরিয়া ম্যানেজার শিশির কুমার পার্থ, আফিয়া পোল্ট্রি ফিডস লিঃ এর প্রোপাইটর মোস্তাফিজুর রহমান শামীম, জেলা পোল্ট্রি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ কুমার কর্মকার, কোয়ালিটি ফিডস লিঃ এর জোনাল ইনচার্জ (পদ্মা জোন) মোঃ হারুন অর রশিদ, জোনাল ইনচার্জ (ফরিদপুর জোন) ডাঃ মোঃ আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এলইডি টিভি পাওয়া পোল্ট্রি খামারীরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের মোল্লা পোল্ট্রি খামারের মালিক মোঃ সিদ্দিক মোল্লা এবং একই এলাকার পোল্ট্রি খামারী(বয়লার) মোঃ সবদুল মন্ডল।
পিয়ারটপ পোল্ট্রি ওষুধ কোম্পানীর এরিয়া ম্যানেজার শিশির কুমার পার্থ বলেন, উল্লেখিত খামারীরা কোম্পানীর ওষুধ ব্যবহার করে সফল হওয়ায় তাদেরকে উদ্বুদ্ধ করতে কোম্পানীর পক্ষ থেকে এই এলইডি টিভি উপহার দেওয়া হয়। তিনি পোল্ট্রি খামারীদেরকে পিয়ারটপ কোম্পানীর ওষুধ ব্যবহার করার আহবান জানান।
উপহার পাওয়া খামারীদ্বয় বলেন, তারা দীর্ঘদিন ধরে পিয়ারটপ কোম্পানীর ওষুধ ব্যবহার করে সফলতা অর্জন করেছেন। তারা কোম্পানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।