॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রামে গত ৮ই আগস্ট দিনগত রাত ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে পুলিশের গুলি বিনিময় হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে কালুখালী থানা পুলিশ ৩জন ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ কালুখালী উপজেলার জাফরপুর গ্রামের আঃ খালেক মীরের ছেলে শহিদুল ইসলাম(২৩), রতনদিয়া গ্রামের রিপন মন্ডলের পুত্র নিশান মন্ডল(২০) ও বহরের কালুখালী গ্রামের মমিন শেখের পুত্র মাসুদ শেখ(১৯)। গতকাল ৯ই আগস্ট তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, রূপসা গ্রামের জনৈক ছোট মনির বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ১৫/১৬ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির গোপন সুত্রে খবর পেয়ে থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ২রাউন্ড গুলিবর্ষণ করলে পুলিশও তাদের শর্টগান থেকে ৪রাউন্ড গুলিবর্ষণ করে। গুলি বিনিময়ের পর ডাকাতরা দৌড়ে পালানোর সময় পুলিশ পিছু ধাওয়া করে তাদের ৩জনকে আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ১টি চাপাতি, ১টি চাকু ও রিভলবার সদৃশ একটি গ্যাসলাইট উদ্ধার করে। এ ঘটনায় কালুখালী থানায় মামলা নং-২, তাং-০৯/০৮/২০১৮ইং দায়ের করা হয়েছে।