সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ঘাট ব্যবস্থাপনার সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ আসন্ন পবিত্র ঈদুল আযহা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী সার্ভিস, নৌপথে লঞ্চসহ জলযানসমূহ সুষ্ঠভাবে চলাচল নিশ্চিতকরণ এবং যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা গতকাল ৯ই আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম পিপিএম, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উদ্দিন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহকারী পরিচালক মোঃ ওয়ালী উল্লাহ, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র আরিচা শাখার উপ-সহকারী প্রকৌশলী মকবুল হোসেন, ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী শেখ মোঃ শাহাবুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন গাজী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারগণ, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সদর থানার ওসি মোঃ তারিক কামাল, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি, মাহেন্দ্র মালিক সমিতির নেতৃবৃন্দসহ ঘাট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, প্রতিবারের ন্যায় এবারও ঈদুল আযহাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাট দিয়ে বিপুল সংখ্যক যানবাহন ও যাত্রী পারাপার হবে। গত ঈদুল ফিতরে যেভাবে ঘাট সংশ্লিষ্ট সকল সরকারী বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় কোন রকম যানজট ও হয়রানী ছাড়াই পারাপার করা সম্ভব হয়েছে এবারও সেভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যাতে যাত্রীরা নির্বিঘেœ পারাপার হতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তবে যানবাহন পারাপারের ক্ষেত্রে এবার কোরবানীর পশুবাহী অনেক ট্রাক পার হবে সে বিষয়টি খেয়াল রেখে ট্রাফিক বিভাগকে সচেষ্ট থাকতে হবে।
তিনি বলেন, বিআইডব্লিউটিএ’র তথ্য মতে আসন্ন ঈদে কমপক্ষে ছোট-বড় মিলিয়ে মোট ২০টি ফেরী যানবাহন ও যাত্রী পারাপারের কাজে নিয়োজিত থাকবে। এছাড়াও লঞ্চ মালিকদের তথ্য মতে, গতবারের চেয়ে বেশী লঞ্চ যাত্রী পারাপার করবে। তবে বর্ষা মৌসুম হওয়ায় নদীতে অতিরিক্ত স্রোত ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় কোন অবস্থাতেই যাত্রীদের ট্রলার বা নৌকায় পারাপার হতে দেয়া হবে না এবং ফিটনেস বিহীন লঞ্চ যাত্রী পারাপার করতে পারবে না। আবার লঞ্চে যাতে ধারণক্ষমতায় অতিরিক্ত যাত্রী না নেয়া হয় সেদিকে লঞ্চ মালিকদের খেয়াল রাখতে হবে। আর সবগুলো ফেরীই সচল রাখার জন্য বিআইডব্লিউটিসিকে সচেষ্ট থাকতে হবে এবং দৌলতদিয়া প্রান্তের ৬টি ঘাট দিয়ে যাতে কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই যানবাহন ফেরীতে উঠানামা করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঈদের সময় ঘাটে সড়ক বিভাগ ও বিআইডব্লিউটিএর ২টি রেকার প্রস্তুত থাকবে। ঘাটে যানবাহন পারাপারে সংশ্লিষ্ট বিভাগের লোক ছাড়া টিকেট বিক্রি, সিরিয়ালসহ অন্যান্য বিষয়ে যদি দালালদের তৎপরতা লক্ষ্য করা যায় তাহলে তাকে ধরে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ঘাটে কোন ধরণের যানবাহনে ঈদের সময়ের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় বা যাত্রীদের হয়রানীর কোন রকম অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে জেলা পরিবহন মালিকদের নেতাদের সাথে আলোচনা করে ভাড়া নির্ধারণ করা হবে। ঘাটে পারাপারকৃত সকল যানবাহনকে সিরিয়াল অনুযায়ী ফেরীতে উঠানামা করতে হবে। কোন অবস্থাতেই কোন যানবাহন সিরিয়াল ভেঙ্গে ফেরীতে উঠতে দেয়া হবে না। যদি কেউ এই নিয়মের ব্যত্যয় ঘটায় তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ঈদের আগের ও পরের কয়েকদিন ঘাটের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, র‌্যাব, আনসার-ভিডিপি, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগসহ ঘাট সংশ্লিষ্ট সকল বিভাগ যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে। ঘাটে দালাল, ছিনতাইকারী, মলম পার্টি, ফেরীর জুয়াসহ অপরাধমূলক যে কোন কর্মকান্ড আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে দমন করবে। যাত্রীদের সুবিধার্থে ঘাটে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পর্যাপ্ত আলো ও টয়লেটের ব্যবস্থা দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে করা হবে। আর ঘাটে যারা হকারী করবে তাদের পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে, যাতে হকারের বেশে কেউ অপরাধমূলক কোন কিছু করতে না পারে। যেহেতু এ বছরটি জাতীয় নির্বাচনের বছর সেই বিষয়টি মাথায় রেখে সরকারের ঘাট ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন রকম দুর্নাম না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে ঘাটে দায়িত্বে নিয়োজিত সকল বিভাগকে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!