॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে গত ৭ই আগস্ট দিনগত রাত ১টার দিকে আদুরী বেগম(২৫) এক গৃহবধুর জবাই করা লাশ উদ্ধার করেছে রাজবাড়ী থানার পুলিশ। নিহত আদুরী বেগম আটদাপুনিয়া গ্রামের রডমিস্ত্রী মিজানুর রহমানের স্ত্রী।
নিহত গৃহবধুর শ্বশুর করিম মৃধা জানান, দুই মাস আগে তার ছেলে মিজানুর কক্সবাজারের উখিয়ায় রডমিস্ত্রীর কাজে গেছে। মিজানুরের স্ত্রী আদুরী তার কোলের দুই ছেলে সন্তানকে নিয়ে পাটকাঠির বেড়া দেয়া একটি ঘরে থাকতো। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে ঘরে গিয়ে দেখা যায়, বিছানার উপরে আদুরীর গলা কাটা লাশ পড়ে রয়েছে। শিশুদের হাতে-পায়ে ওদের মায়ের রক্ত লেগে আছে। পরে স্থানীয় মেম্বারকে খবর দেওয়া হয়।
রাজবাড়ী থানার এস.আই বদিয়ার রহমান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। গলা কেটে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ খবর লেখা পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত দুর্বৃত্ত চক্র সনাক্ত হয়নি।
উল্লেখ্য, গত ৩রা আগস্ট সদর উপজেলার পশ্চিম মূলঘর গ্রাম থেকে থেকে দাদী ও নাতনীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের হলেও থানা পুলিশ এখন পর্যন্ত ঘটনার সঠিক কারণ উদঘাটন কিংবা জড়িতদের শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ রহস্য উদঘাটন ও কিলারদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে।