॥কালুখালী প্রতিনিধি॥ আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী পশুর হাট জমে উঠছে। সপ্তাহে ১দিন অর্থাৎ প্রতি বুধবার এই পশু হাট বসে।
গতকাল ৮ই আগস্ট সরেজমিনে পশুর হাটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই জেলার ও জেলার বাইরের বিভিন্ন এলাকার গরু-মহিষ ও ছাগলের ব্যাপারীর আগমন ঘটেছে। কৃষকদের অনেকেই তাদের দীর্ঘদিনের লালন-পালন করা গরু-ছাগল, মহিষ নিয়ে হাটে এসেছে।
রাজবাড়ী থেকে আসা মজিদ ব্যাপারী বলেন, এবার কালুখালী হাটে ভালো মানের গরু-মহিষ ও ছাগল উঠছে। দামও হাতের নাগালে আছে। হাট কর্তৃপক্ষও মোটামুটি ভালো ব্যবস্থা করেছে।
রাজবাড়ীর আরেক ব্যাপারী জাকের আলী বলেন, এই হাট থেকে গরু-ছাগল কিনে অন্য পশুর হাটে বেচাকেনা করি। এতে ভালোই লাভ হয়।
মাছপাড়ার গরু ব্যবসায়ী শুকুর আলী বলেন, আমরা মেইল ট্রেনে এসে ভালোমত গরু কিনে করিমন গাড়ীতে করে নিয়ে যাই। আবার অনেক সময় অন্য হাট থেকে গরু কিনে কালুখালী হাটে নিয়ে আসি। এই হাটের ব্যবস্থাপনাও ভালো। মালিকরা সমস্যা হলে সমাধান করে দেয়।
জাকির মোল্লা নামের হাটের এক অংশীদার বলেন, এবার আমরা শতভাগ চেষ্টা করছি হাটে নিরাপত্তা দেওয়ার জন্য। বরাবরই দূরদূরান্তের গরু-ছাগল ব্যবসায়ীদের নিরাপত্তার কোন কমতি থাকে না।