॥দেবাশীষ বিশ্বাস॥ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিগরি শিক্ষা ব্যবস্থা অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল শুক্রবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভগিরথপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রাঙ্গনে সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন বর্তমান সরকার প্রধান বয়স্কভাতার পরিমান বৃদ্ধি করেছে। নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করেছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আরো আধুনিকায়ণ করা হবে।
তিনি বলেন কোন অবস্থাতেই নকল করার চিন্তা করা যাবে না। মতবিনিময় সভায় আগত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারাই আমার মা-বোন। আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কেন্দ্র কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন যেহেতু এই মাদ্রাসাটি ভোটকেন্দ্র না তাই এখানে কেন্দ্র কমিটির বিষয়ে আলোচনা করার সিধান্ত নেওয়া ঠিক হয়নি।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যেখানে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রের আশেপাশের এলাকা থেকে নেতাকর্মী নিয়ে কেন্দ্র কমিটি গঠন করতে হবে।
মূলঘর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডঃ শফিকুল হোসেন, উপ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ রমজান আলী খান ও সাধারণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামন খান বক্তব্য রাখেন।
এছাড়াও কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভায় মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।