॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা ইমাম কমিটির বিভিন্ন বিষয় নিয়ে গতকাল ২রা আগস্ট রাত ৮টায় মতবিনিময় সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিনোদপুরের জয়েন উদ্দিন মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ জহিরুল ইসলাম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব আলী খান আনছারী ও রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেনসহ জেলা ইমাম কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি বলেন, যেহেতু ইমাম সাহেবগণ সম্মানিত ব্যক্তি, সকলেই তাদের কথা শোনেন তাই তাদেরকে সকল ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেলা ইমাম কমিটি এমন একটি সংগঠন যারা জেলার ইমাম সমাজকে প্রতিনিধিত্ব করে। সেই কারণে ইমাম কমিটির কার্যনির্বাহী কমিটিতে থেকে যারা নেতৃত্ব দিবেন তাদেরকে অবশ্যই নিরপেক্ষ বা অরাজনৈতিক হতে হবে। কিন্তু ইমাম কমিটির অনেক সদস্য অভিযোগ করেছেন, বর্তমানে ইমাম কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যারা কোন নির্বাচন ছাড়াই সিলেকশনের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন তারা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে সক্রিয়ভাবে যুক্ত। যার মধ্যে সভাপতি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর রোকন এবং অন্যজন সেই জামাতেরই জোটভুক্ত দল বিএনপির জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের সভাপতি। সেই কারণে এই সংগঠনটি রাজনৈতিক নিরপেক্ষ ব্যক্তিরা পরিচালনা করুক, এটা সকলেরই কাম্য। তাই আমি আশা করবো, সংগঠনের স্বার্থে বর্তমান সভাপতি ও সেক্রেটারী দায়িত্ব ছেড়ে দিবেন। তারা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ইমাম কমিটির উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে একটি নতুন কমিটি গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর আহবানের প্রেক্ষিতে ইমাম কমিটির সভাপতি মাওলানা খোন্দকার আব্দুল হালিম এবং সেক্রেটারী মাওলানা আইয়ুব আলী খান আনছারী লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করেন।
তাদের পদত্যাগের পর শিক্ষা প্রতিমন্ত্রী, পৌরসভা মেয়র, প্রফেসর কুদরত আলীসহ কয়েকজন আলোচনা সাপেক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী নতুন কমিটির নাম প্রস্তাব করেন। পরবর্তীতে ইমাম কমিটির উপস্থিত সকলের সমর্থন সাপেক্ষে সভাপতি হিসেবে ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মিনির, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মোঃ মোফাজ্জেল হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাওলানা মোঃ আব্দুল খালেককে দায়িত্ব প্রদান করেন।
পরবর্তীকালে তারা যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের সাথে পরামর্শক্রমে জেলা ইমাম কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন, যারা সংগঠনের আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।