॥দেবাশীষ বিশ্বাস॥ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, আগামী সেপ্টেম্বরেরই চিঠির মাধ্যমে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম জানিয়ে দেয়া হবে। দল যাকেই মনোনয়ন দিক তার পক্ষেই কাজ করতে হবে। আওয়ামী লীগের সাগর সমান অর্জনগুলো যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণের সমর্থন নিয়েই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
গতকাল ২৮শে জুলাই বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজ মোহিনী স্কুল এন্ড কলেজে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে সভায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নাজিমুদ্দিন মিয়া, সুরাজ মোহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়াউল হাকিম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ সাত্তার শেখ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামাদ মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন এবং গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রব্বানীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আপনাদের সমর্থনে ৪বার এমপি হয়েছি। শেষবার প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রীত্ব দিয়ে সম্মানীত করেছেন। শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতাভোগীদের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এ জন্য দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় স্থানীয় বক্তাগণ বলেন, বর্তমানে খানখানাপুরে আওয়ামী লীগ অনেক শক্তিশালী এবং সুসংগঠিত। আগামী নির্বাচনে খানখানাপুর থেকে নৌকা প্রতীকে ব্যাপক ভোট দেয়া হবে। তবে স্থানীয় উন্নয়ন এবং ছাত্রলীগের মধ্যে মাদক ব্যবসায়ীরা অনুপ্রবেশ করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।