॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঐতিহ্যবাহী মাছপাড়া মহুমুখী উচ্চ বিদ্যালয়ে গতকাল ২১শে জানুয়ারী সকালে রাহেলা কাদের অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী শামসুল আলম মৃধা গতকাল শনিবার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে মাছপাড়া মহুমুখী উচ্চ বিদ্যালয়ের রাহেলা কাদের অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সফুরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক মোঃ আব্দুল ওয়াহাব, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ সুজা উদ্দিন মৃধা ও মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী শামসুল আলম মৃধা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। শিক্ষার উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাসুদ উল আলম, রেজাউল ইসলাম রেজান, মশিউল আলম, আবু জাফর লাভলু, শিক্ষক প্রতিনিধি মোঃ রেজাউল করিম ও আরিফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব।
জানাগেছে, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী শামসুল আলম মৃধার ব্যক্তিগণ অনুদানে ২০ লাখ টাকা ব্যয়ে মাছপাড়া মহুমুখী উচ্চ বিদ্যালয়ের রাহেলা কাদের অডিটোরিয়াম নির্মাণ করা হবে।