॥তনু কুমার সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে গত ২৬শে জুলাই রাতে জামালপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকা থেকে ৭ বোতল ফেনসিডিলসহ চরমপন্থী শিশির হত্যা মামলার জামিনে থাকা ৪নং আসামী শামিম মোল্লা(৩৬) গ্রেফতার হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের হামিদুল হক মোল্লা তারেকের ছেলে।
অপরদিকে বালিয়াকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে একই রাতে জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রাম থেকে ১২০ গ্রাম গাঁজাসহ মাসুদ শেখ(২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। সে ওই গ্রামের জালাল শেখের ছেলে। এছাড়া একই গ্রামের আবুল হাওলাদারের ছেলে মাইনুল হাওলাদারের বসতঘর থেকে ২৮টি ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে মাইনুল হাওলাদারকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত শামিম মোল্লা ও মাসুদ শেখকে গতকাল ২৭শে জুলাই আদালতে সোপর্দ করা হয়।