॥শিহাবুর রহমান/মাহ্ফুজুর রহমান॥ জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ারের আয়োজনে এবং মানব সম্পদ উন্নয়ন কর্মসূচী ও মুষ্ঠি সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় গতকাল ২৪শে জুলাই দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদে স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে ‘বাল্য বিবাহ মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সালাম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানার ওসি মোঃ তারিক কামাল এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রভাত দাস বিষ্ণু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েলফেয়ারের মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ আশিফ মাহমুদ। আরো বক্তব্য রাখেন মুষ্ঠি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা খাতুন। সভা সঞ্চালনা করেন চন্দনী বিএম কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক শাহেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, পিপিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশে ৩ কোটি ৫২ লক্ষ কিশোর-কিশোরী রয়েছে। এর মধ্যে কিশোরীর সংখ্যাই বেশী। এই কিশোরীদের মধ্যে ৬.২% মেয়েরই বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। এই বাল্য বিবাহ রুখতে তোমরা বলিষ্ঠ ভূমিকা রাখতো পার। এটি একটি জাতীয় সমস্যা। সবাই মিলে এই সমস্যার মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। নারীরা এখন আর পিছিয়ে নেই। ফরিদপুরের ডিসি নারী। রাজবাড়ীর এসপি নারী। তারা পারলে তোমরা পারবে না কেন। তোমরা বাল্য বিবাহের বিরোধীতা করবে। নিজে না পারলে অন্যের সহযোগিতা নিবে। পুলিশকে জানাবে। দেশকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল বাল্য বিবাহের কুফল তুলে ধরে বলেন, বাল্য বিবাহসহ সমাজে যে কোন নিকৃষ্ট ঘটনা ঘটলে তোমরা আমাকে জানাবে। আমি চেষ্টা করছি বাল্য বিবাহ বন্ধ করার জন্য। সমাজে এখন ইভটিজিং ও মাদক বেড়ে গেছে। ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে না পারলে আমাদের জানাবে। আমরা চাচ্ছি বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়ার। আলোচনা সভার শেষে উপস্থিত শতাধিক ছাত্রী বাল্য বিবাহকে ‘না’ বলে শপথ গ্রহণ করে।