॥রঘুনন্দন সিকদার॥ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ১৯শে জুলাই বিকালে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রবিউল হক, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।