॥স্টাফ রিপোর্টার॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ২০ ও ২১শে জুলাই দেশের ৬৪টি জেলায় একযোগে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’-শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।
এর অংশ হিসেবে রাজবাড়ী জেলায় এই উৎসব আয়োজনের লক্ষ্যে গতকাল ১২ই জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, জেলা তথ্য অফিসার মোঃ মোক্তার আলী মল্লিক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার কাল ও কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী দুই দিনের এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই সাংস্কৃতিক উৎসব কর্মসূচী বাস্তবায়ন করতে যাচ্ছে। ইতিমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে জেলা প্রশাসককে সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারকে সদস্য সচিব করে সাংস্কৃতিক উৎসব আয়োজন কমিটি গঠন করা হয়েছে।
সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীদের দ্বারা দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লী গীতি, লালন গীতি, লোক গীতি, আঞ্চলিক গান, জারি সারি, মুর্শিদী গান ইত্যাদি পরিবেশিত হবে।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সরকারের জনকল্যাণমূলক কর্মকান্ড ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকান্ডের উপর নির্মিত তথ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে।