॥স্টাফ রিপোর্টার॥ ওজনে কম দেয়ার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের মোক্তার মিয়া নামের একজন জ্বালানী তেলের দোকানীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ১১ই জুলাই বিকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ১৯৮২ সালের ‘দ্যা স্ট্যান্ডার্ড অব ওয়েট এন্ড মেজার্স অর্ডিন্যান্সের ৩৭ ও ৪৫ ধারায় তাকে এই জরিমানা করা হয়। একদল আনসার সদস্য ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।