॥খুলনা প্রতিনিধি॥ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে পণ্য বিক্রির দায়ে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ছোট বয়রা এলাকার ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৩ এপিবিএন খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স টিমের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও শিকদার শাহীনুর আলম গতকাল ৪ঠা জুলাই সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারা লঙ্ঘন করে পণ্যের মোড়কে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না করা এবং মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনের দায়ে ওমর স্টোরের মালিক ওমর ফারুককে ৬হাজার, রিমঝিম কালেকশনের মালিক মঞ্জুরুল করিমকে ২ হাজার, মিম ভ্যারাইটিজ স্টোরের মালিক মোঃ লিটনকে ১ হাজার ও নিউ মদিনা সুইটসের মালিক মাসুদ রানাকে ১হাজার টাকা জরিমানা করা হয়।