বুধবার, ০৭ মে ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী-২ আসনে এবারও জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এডঃ এবিএম নুরুল ইসলাম

  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস/হেলাল মাহমুদ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম গত ২৯শে জুন বিকালে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গী এম.আই কামিল মাদ্রাসা প্রাঙ্গনে জাতীয় পার্টির নেতাকর্মীসহ স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম বলেন, একসময় রাজবাড়ী-২ আসন ছিল দ্বিতীয় রংপুর। বৃহত্তর ফরিদপুরসহ কুষ্টিয়া ও মাগুরা জেলায় জাতীয় পার্টির তেমন জনপ্রিয়তা না থাকলেও রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির তুমুল জনপ্রিয়তা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন সমঝোতার প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে রাজবাড়ী-২ আসন হচ্ছে জাতীয় পার্টির সবচেয়ে দাবীদার আসনগুলোর একটি। আগামী মাসে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে ঢাকায় গিয়ে পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে মোট প্রার্থী ছিল ৮জন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলেও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার অবস্থান ছিল দ্বিতীয়। বিএনপির সাবু ছিলেন তৃতীয় অবস্থানে। রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির সেই ভোট এখনো রয়েছে। উপরন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটাকে কাজে লাগাতে হবে।
তিনি আরো বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু কেন এখানে নির্মাণ করা হবে না, সে ব্যাপারে একটি রিট করা হয়েছে। জীবনের সবকিছইু সাধারণ মানুষের জন্য দান করেছি। শেষ জীবনে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে। সাধারণ মানুষের জন্য বিশেষায়িত একটি হাসপাতাল করার ইচ্ছাও আমার রয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান, বালিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালুকালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল ইসলাম, পাংশা জাতীয় পার্টির নেতা তজিবর রহমান, জাতীয় যুব সংহতির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি বদিউজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!