বাংলাদেশ সফররত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা মিশন পরিচালনা বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জোঁ পিয়েরে ল্যাক্রুয়ার(ঔবধহ চরবৎৎব খধপড়ৎরী) গতকাল ২৫শে জুন সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পারিক কুশলাদি বিনিময় ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ সময় আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, সংঘাতপুর্ণ যুদ্ধবিধ¡স্ত বিভিন্ন দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষায় অন্যন্য অবদান রেখে চলেছে। সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন -আইএসপিআর।