বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পৌরসভা ও বিএনএস চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে রাজবাড়ীতে চক্ষু শিবির

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী পৌরসভায় চক্ষু চিকিৎসা শিবিরে স্বল্প খরচে রোগী দেখেছেন খুলনা বিএনএস চক্ষু হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকগণ। গতকাল ১৬ই জানুয়ারী সকালে রাজবাড়ী পৌরসভা ও খুলনা বিএনএস চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী ও নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বক্তব্য রাখেন।
পৌরসভার সচিব মোঃ হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পৌর কমিশনার এফএম শাহজাহান বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখ যদি নষ্ট হয়ে তাহলে তার কিছুই থাকে না। এ জন্য চোখের প্রতি যতœ নিতে হবে। পৌরসভা থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে তা খুবই মহতী উদ্যোগ।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। আমাদের সরকার ৯০লক্ষ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে। ২০১৮ সালের মধ্যে রাজবাড়ীর প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী বলেন, রাজবাড়ী পৌরসভা যে মহতী উদ্যোগ নিয়েছে তা যেন অব্যাহত থাকে। শুধু চক্ষু শিবির না। বিভিন্ন ধরনের রোগীদের চিকিৎসা শিবির করতে হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করছে তা দৃশ্যমান। বয়স্ক ভাতা থেকে শুরু করে বিভিন্ন ধরণের ভাতা শেখ হাসিনা দিচ্ছেন। পৌর মেয়র যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে মহতী উদ্যোগ।
পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, আমি যখন পূর্বে মেয়র ছিলাম তখনও দুইবার চক্ষু চিকিৎসা শিবির করেছি। আমরা চাই আপনাদের নিয়ে কাজ করতে। জনগনের নিয়ে কাজ করতে। আমরা যারা শেখ হাসিনার হাত ধরে রাজনীতি করি তারা কিছু করতে চাই। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতি বছর এই চক্ষু শিবির করা হবে।
উল্লেখ্য, এ চক্ষু চিকিৎসা শিবিরের প্রায় ১৩ শতাধিক রোগীকে সেবা দেয়া হয়। এর মধ্যে ছানি অপারেশনের জন্য ১০২জনকে সিলেক্ট করা হয়। এরমধ্যে গতকাল ১৬ই জানুয়ারীই ৫১জনকে খুলনা বিএনএস চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে। তাদেরকে আগামী বুধবার রাজবাড়ী পৌরসভায় ফেরত দেয়া হবে এবং ওই দিন বাকী আরো ৫১জনকে খুলনা বিএনএস চক্ষু হাসপাতালে নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!