বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সন্ত্রাসী হামলায় শহীদ ওহাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাশেম হাসপাতালে॥থানায় মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ চাঁদা না দেয়ায় রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম(৫০) এর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে দুর্বৃত্তরা। গত ১৫ই জুন রাত সাড়ে ৮টার দিকে ধুলদীজয়পুর ক্লাবের পাশে এ সন্ত্রাসীর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ১৮ই জুন ৫জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম। তিনি ওই ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত হাজী ওবায়দুল্লাহ মিয়ার ছেলে। রাজবাড়ী থানার মামলা নং-২৭, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৫/৩০৭/১১৪ দঃ বিঃ।
মামলার আসামীরা হলো ঃ গৌরীপুর গ্রামের মৃত ইছাক ফকিরের ছেলে সজিব ফকির(৩৫), মকবুল শেখের ছেলে ইলিয়াস শেখ(৩০), আফছার আলী শেখের ছেলে শামীম শেখ(২৫), ধুলদী জয়পুর গ্রামের মৃত ফজলু বেপারীর ছেলে ইমরান বেপারী(২৮) ও সাখাওয়াতের ছেলে রাকিব (২১)।
আহত কাশেম জানান, বেশ কিছুদিন ধরে উল্লেখিতরা তার কাছে চাঁদা দাবী করে আসছিলো। তবে বিষয়টি তিনি কর্ণপাত করেননি। যে কারণে তারা তার ওপর ক্ষিপ্ত ছিল। গত ১৫ই জুন রাতে নিজস্ব ইট ভাটায় কাজ শেষে মোটর সাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ধুলদীজয়পুর ক্লাবের পাশে পৌছালে সজিব ফকিরসহ উল্লেখিতরা সংকেত দিয়ে তার মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর কোন কিছু বুঝে উঠার আগেই তারা তাকে লাঠি দিয়ে এলোপাতারীভাবে পিটিয়ে জখম করে। এছাড়াও তারা তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বিএনপি নেতা একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম ন্ত্রাসী হামলায় আহত হওয়ার খবর শুনে তাৎক্ষনিকভাবে হাসপাতালে ছুটে যান রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!