শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

 চাঁদাদাবীর অভিযোগে অপরাধ অনুসন্ধান বিভাগ সিআইডি’র এএসআই আক্রামুজ্জামান সোর্স নজরুলসহ জনতার হাতে আটক

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউপির বেলগাছী পুরাতন বাজারে মুদি দোকানদার বিরান সাহার কাছে ১লক্ষ চাঁদা দাবী করায় স্থানীয় ব্যবসায়ী ও জনতা রাজবাড়ী সিআইডি পুলিশের এএসআই মোঃ আক্রামুজ্জামান ও তার সোর্স নজরুল ইসলাম (৪৪)কে আটক করে মারপিটের পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
গতকাল ১৪ই জানুয়ারী বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়াসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৭টার দিকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার(অতিরিক্ত পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল শনিবার সন্ধ্যার আগে আমার কাছে খবর আসে চাঁদাবাজীর অভিযোগে সিআইডি’র এএসআই মোঃ আক্রামুজ্জামান ও নজরুল ইসলাম নামে অপর আরো ১জনকে খানগঞ্জ বাজারের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ খবর পাওয়ার পর আমি সদর থানার ওসিকে অবহতি করি। এরপর সে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে সিআইডির আক্রামুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু পুলিশের সিআইডি আলাদা বিভাগ। সে কারণে সিআইডির বরিশালের বিশেষ পুলিশ সুপার শাহরিয়ারকে আমরা বিষয়টি জানিয়েছি। তিনি ২৪ঘন্টার মধ্যে রাজবাড়ী সিআইডির পুলিশ পরিদর্শক মোঃ আকতারুজ্জামানকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তে দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এক প্রশ্নের জবাবে জনগন কর্তৃক মারপিটের কথা অস্বীকার করে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম আরো বলেন নজরুল ইসলাম সিআইডির এএসআই আক্রামুজ্জামানের সোর্স কি না তা তিনি জানেন না। তবে তারা দু’জন মোটর সাইকেলযোগে খানগঞ্জ বাজারে গিয়েছিল।
অভিযুক্ত এএসআই মোঃ আক্রামুজ্জামান ও তার কথিত সোর্স নজরুল বর্তমানে সিআইডি পুলিশের হেফাজতে রয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা বা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানায়, অভিযুক্ত এএসআই মোঃ আক্রামুজ্জামান অতিসম্প্রতি গান্ধিমারা বাজারের ব্যবসায়ী রাজ কুমার সাহার দোকানে গিয়ে তার দোকানে নিষিদ্ধ পলিথিন আছে এ অভিযোগ লাখ টাকা চাঁদা দাবী করে ২০হাজার টাকা নেয়। একই ভাবে সে রামদিয়া বাজারের একটি দোকান থেকেও টাকা নেয়। রাজ কুমার সাহা টাকা দেওয়ার পর ঘটনাটি রাজবাড়ী সিআইডি’র কর্মকর্তাদের জানিয়েছিল বলে জানাযায়।
গতকাল ১৪ই জানুয়ারী বিকেলে বেলগাছী পুরাতন বাজারে তাকে আটকের খবর পেয়ে রাজ কুমার সাহা সেখানে গিয়ে তাকে সনাক্ত করে। এএসআই মোঃ আক্রামুজ্জামান বেলগাছী পুরাতন বাজারের মুদি দোকানদার বিরান সাহার দোকানে গিয়ে তার দোকানে নিষিদ্ধ পলিথিন ও যৌন উত্তেজক পানীয় আছে তাই অভিযান চালাবে এই ভয় দেখিয়ে ১লক্ষ টাকা দাবী করেছিল। পরে দোকানী বিরান সাহা বিষয়টি ব্যবসায়ী ও স্থানীয় লোকজনকে জানালে জনগন উত্তেজিত হয়ে তাদেরকে আটক রাখে। সোর্স নজরুল ইলামের বাড়ী পাঁচুরিয়া এলাকায় বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!